Daily
১। বুধবার আগরতলায় অভিষেকের পদযাত্রা বাতিল। অন্য একটি রাজনৈতিক কর্মসূচি থাকার জন্য অনুমতি দিলনা ত্রিপুরা পুলিশ।
২। ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে ঘরোয়া বৈঠকের কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই পৌঁছতে চাইছেন ভোটারদের কাছে।
৩। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। আজ থেকে আগামী ২৪ ঘন্টা ভারী ঝড় বৃষ্টি হবে গোটা রাজ্যে। জানাল আবহাওয়া দফতর।
৪। বাজারে গতি আসলেও হাত পড়ছে প্রবীণদের সুদে। অর্থনীতিবিদরা যাকে অর্থনীতির প্যারাডক্স বলছেন।
৫। দেশের জন্য কংগ্রেস ৭০ বছরে যা তৈরি করেছে, ৭ বছরেই তা বেচে দিচ্ছে মোদী সরকার। কংগ্রেসের ছাত্র শাখার সমাবেশে এসে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
৬। ভালো রকম পতন দৈনিক আক্রান্তে। গত ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল সাড়ে ১০ হাজারেরও বেশি।
৭। গুজরাতে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ভূপেন্দ্র পাটেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিত শাহ
৮। ভারী বর্ষণে কাবু মহারাষ্ট্র। জলস্তর বাড়ল গোদাবরী নদীর। নাসিকের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ল জল।
৯। যমুনার জলে বিষাক্ত ফেনা। কালিন্দি কুঞ্জে যমুনার জলে এভাবেই ভাসতে দেখা গেল বিষাক্ত ফেনাকে।
১০। পুজোর সময় বাড়তে পারে পেঁয়াজের দাম। অগাস্টে বৃষ্টিপাত কম হওয়ায় প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পেঁয়াজের জোগানে।
ব্যুরো রিপোর্ট