Daily
১। নির্বাচনের আগে পুজো কমিটিকে সরকারি অনুদান প্রসঙ্গে রাজ্যকে প্রশ্ন করেছিল কমিশন। ভোটকেন্দ্রের কোন পুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে না বলে জানালো রাজ্য।
২। ইডির বিশেষ আদালতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করেছিলেন কুণাল ঘোষ। বিচারক কুণালের জামিন মঞ্জুর করেন ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে।
৩। ইডির নতুন ডিরেক্টরের খোঁজে মোদী সরকার। বাড়বে না বর্তমান ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ।
৪। দেশে ফের করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ২৬৩ জন।
৫। শেয়ারবাজারে ঊর্ধ্বগতি থাকলেও ভারতের বাজারে বিশেষ করে মূলধনী বাজারে উৎপাদনী পুঁজির অভাব লক্ষ্য করা যাচ্ছে। শিল্পক্ষেত্রে ঋণদানের হারে উদ্বিগ্ন অর্থমন্ত্রক।
৬। শেয়ারবাজারে তুঙ্গে রয়েছে রিলায়েন্স। মুকেশ আম্বানির ব্যাংক ব্যালেন্স দাঁড়িয়েছে ১০ হাজার কোটি ডলারে।
৭। উৎসবের মরশুমে নিষ্প্রভ গাড়ি ব্যবসা। সংকট চারচাকা এবং দু চাকা উভয় ক্ষেত্রেই।
৮। আপৎকালীন অবতরণের জন্য তৈরি হচ্ছে ভারত। দেশের ২০টি জায়গায় বাছা হয়েছে তার জন্য। জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
৯। ৩৫ জন আফগান শরণার্থীর ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ হলো দিল্লির আইটিবিপি ক্যাম্পে। তাঁরা আফগানিস্তান থেকে আইটিবিপি পৌঁছেছিলেন ২৬ অগাস্ট।
১০। ক্ষমা চাইলেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি। দেশের মানুষের স্বার্থে তাঁর এই পত্রপাঠ পালিয়ে যাওয়া।
ব্যুরো রিপোর্ট