Daily
১। এবার কেন্দ্রকে পাল্টা তোপ রাজ্যের। পিএম কিসান প্রকল্পের টাকা রাজ্য পাচ্ছে না বলে অভিযোগ lজানাল নবান্ন।
২। শুভেন্দুকে গ্রেফতার করা যাবেনা বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার ডিভিশন বেঞ্চে আবেদন জানালো রাজ্য।
৩। ওয়াটার অ্যাম্বুলেন্স চালু হলো দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। ক্যানিংয়ে ওয়াটার অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন সুন্দরবনের উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা।
৪। ফের নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার ভ্রূকুটি বাংলায়। কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির সতর্কতা জারি হাওয়া অফিসের।
৫। রাজ্যে আজ থেকে খুলে গেল ম্যাটিক্সের কারখানা। ১০০% উৎপাদন ক্ষমতায় পৌঁছে গেলে দৈনিক সার হবে ৩৮৫০ টন।
৬। করোনাবিধি মেনেই দুর্গা পুজো হবে। পুজো কমিটিদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
৭।কাশ্মীর নিয়ে ভারতকে সতর্কবার্তা রাশিয়ার। তালিবানি সন্ত্রাস ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিল রাশিয়া।
৮। মধ্যপ্রদেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সে রাজ্যের গোয়ালিয়রে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৬
৯। ব্যাপক বৃষ্টির জেরে উধাও হাইওয়ে। বিকল্প পথ হিসেবে দেরাদুন রানিপোখরি, ঋষিকেশ হাইওয়েটটি এখন জলের তলায়।
১০। মহিলাদের পড়ানোর জন্য সৎ চরিত্রের বৃদ্ধের খোঁজ করছে তালিবান। যদিও শিক্ষক নিয়োগে প্রাথমিক পর্যায়ে খোঁজা হবে মহিলা শিক্ষিকাকেই। এই মর্মেই শিক্ষক নিয়োগের শর্ত দিল তালিবান।
ব্যুরো রিপোর্ট