Daily
১। সরকার গঠনের প্রক্রিয়া তাড়াতাড়ি সেরে ফেলতে চায় তালিবান। পাশে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে চিন, রাশিয়া, কাতার, তুরস্ক এবং পাকিস্তানকে।
২। ৫ তারিখেও আফগানিস্তানে সরকার গঠন করতে পারেনি তালিবান। কাবুলে বিক্ষোভ দেখাচ্ছেন আফগান মহিলারা।
৩। তালিবান দখল করল পঞ্জশির। দখল করল প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়ি।
৪। গ্রেফতার করা যাবেনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
৫। দল চাইলে ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত শুভেন্দু অধিকারী। তবে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই ইচ্ছেতে ইতি টেনেছেন।
৬। সোমবার সকালে ইডির অফিসের পৌঁছলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত রকম সহযোগিতায় প্রস্তুত আছেন বলে তিনি জানালেন।
৭। বন্যাতেও বন্ধ নেই পঠন-পাঠন। নৌকোর ওপরে চলল ক্লাস। ঘটনাটি ঘটেছে বিহারের কাটিহারে।
৮। অসমে খুলে গেল কলেজ। সমস্ত রকম করোনা বিধি মেনেই শুরু হল কলেজের পঠন পাঠন।
৯। ৩০ নভেম্বর এর মধ্যেই টিকাকরণের দ্বিতীয় ডোজ সম্পূর্ণ হবে। জানালেন হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। ১৮ থেকে ৪৪ এর মধ্যেই সম্পূর্ণ হবে এই টিকাকরণ।
১০। আবারো নিম্নচাপের ভ্রুকুটি। বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলা এবং দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায়। ভারী বৃষ্টির সর্তকতা জারি করল আলিপুর হাওয়া অফিস।
ব্যুরো রিপোর্ট