Daily
১। ভবানীপুরে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর। ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২। উপনির্বাচনের দিন ঘোষণা হতেই আসরে নেমে পড়েছে তৃণমূল। সোমবার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবার কথা মুখ্যমন্ত্রীর।
৩। তালিবানের সঙ্গে দেখেশুনে এগোতে চাইছে ভারত। জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা
৪। অগস্টে কর্মহীন হয়েছেন ১৫ লক্ষ মানুষ। সিএমআইই-র তথ্য সামনে আসতেই মোদিকে ‘অচ্ছে দিন’ এর খোঁচা রাহুলের।
৫। আবারও প্রকাশ্যে তালিবানি নৃশংসতা। সূত্রের খবর, আফগান যৌনকর্মীদের মেরে ফেলার জন্য তালিকা তৈরি করছে তালিবান।
৬। বন্যা বিধ্বস্ত এলাকা ঘুরে দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আকাশপথ পরিদর্শন করে দেখলেন সিদ্ধার্থনগরের বন্যা কবলিত স্থান।
৭। বেনজির কাণ্ড ঘটালেন বিহারের এক ব্যক্তি। স্ট্র এবং এসির তাপমাত্রা বজায় রেখে ঘরের ভেতর মাশরুম চাষ করলেন ।
৮। আধুনিক পদ্ধতিতে আখরোট চাষ করে লাভের মুখ দেখছেন জম্মু-কাশ্মীরের কৃষকরা। উধমপুরে ভালো হয়েছে আখরোটের ফলন।
৯। রেকর্ড গড়ল সেনসেক্স। ৫৮ হাজারে ঢুকে পড়ল শেয়ারবাজারের সূচক।
১০।উত্তরে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে।
ব্যুরো রিপোর্ট