Daily
১। রাজ্যে উজ্জ্বল হচ্ছে শিল্পের মানচিত্র। ঢালাই শিল্পে কর্মসংস্থান ৩৫ হাজার। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২। কাশ্মীরের মুসলিমদের অধিকার নিয়ে আওয়াজ তুলল তালিবান। পাক মদতেই কি তালিবানের এমন আস্ফালন? উঠছে প্রশ্ন।
৩। ত্রিপুরায় অভিষেক মামলায় অসন্তুষ্ট হাইকোর্ট। প্রশ্নের মুখে দাঁড়াল ত্রিপুরা পুলিশ।
৪। নজিরবিহীন রায় কলকাতা হাইকোর্টের। টেট চাকরিপ্রার্থীদের ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ পর্ষদ সভাপতিকে।
৫। আফগানিস্তানে তালিবান সরকার গঠিত হচ্ছে বরাদরের নেতৃত্বেই। শীর্ষ নেতা হিসেবে থাকবেন আখুন্দজাদা।
৬। তালিবানের বিরুদ্ধে গর্জে উঠলেন আফগান মহিলারা। জানালেন, কর্মক্ষেত্রে মহিলাদের অধিকার দিতে হবে। প্রয়োজনে তাঁরা বোরখা পরতেও প্রস্তুত।
৭। ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম। তুলনা টানলেন দিনে ডাকাতির সঙ্গে।
৮। দিল্লি বিধানসভায় আবিষ্কার হল গোপন সুড়ঙ্গ। স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আসা যাওয়া করার জন্য এই সুরঙ্গ ব্যবহার হত। এই সুড়ঙ্গের মাধ্যমে বিধানসভা থেকে লালকেল্লা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়।
৯। করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মিজোরামে। মোট রোগীর ২০ শতাংশ শিশু।
১০। অধিক ফলনের জন্য টম্যাটোর পাইকারি মূল্য কমল অনেকটাই। দেশের বিভিন্ন প্রান্তে গতবছরের উৎপাদিত টমেটোর দামের থেকে প্রায় ১০ শতাংশ কম।
ব্যুরো রিপোর্ট