Daily
১। কাবুল বিস্ফোরণে কেরল যোগ। মুক্তি দেওয়া কয়েদিদের মধ্যে ১৪ জন আইএসকের সদস্য। যাদের বাড়ি কেরলে।
২। কয়লা কান্ডে জিজ্ঞাসাবাদ করবে ইডি। তার জেরেই ডেকে পাঠানো হল সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আগামী ১ এবং ৩ সেপ্টেম্বর দিল্লির ইডির অফিসে যেতে হবে তাঁদের।
৩। অভিষেকের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জন্য তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কড়া চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর।
৪। ইডি-সিবিআই এর হুমকি দেখিয়ে লাভ নেই। দেড় বছরের মধ্যে ত্রিপুরাকে ছিনিয়ে নেবার বার্তা অভিষেকের।
৫। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়ালি মঞ্চ থেকে গোটা ভারতের সামনে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের ছবি তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
৬। আবারও গরুর দুধে সোনা পাবার বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের কিষাণ মোর্চার রাজ্য কমিটির বৈঠক থেকে বলেন, যারা গরুর দুধ খাননি, তাঁরা সোনা পাবেন কি করে?
৭। ভারি বর্ষণের কারণে অসমের বহু গ্রাম জলের তলায়। ব্রহ্মপুত্র নদের জলস্তর বেড়ে যাওয়ায় চরম সংকটে গ্রামবাসীরা।
৮। বাংলাদেশে ট্রলার ডুবিতে মৃত ২১ জন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকার্য।
৯। ধস নামল শিয়ালদহ- বনগাঁ রেল শাখায়। তার জেরে ব্যপক বিপর্যস্ত হল ট্রেন পরিষেবা।
১০। এবার পানাগড়ে কারখানা তৈরির লক্ষ্য নিয়েছে বার্জার। চলতি বছরেই রাজ্যের থেকে ১৯ একর জমি কিনেছে সংস্থা। সুযোগ আসবে বেকারদের হাতেও
ব্যুরো রিপোর্ট