Daily
১। কেন্দ্রীয় প্রকল্পের কাজের হালহকিকত বুঝতে রাজ্যে আসতে শুরু করল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। যা খুব গুরুত্ব দিয়ে বিচার করছে নবান্ন।
২। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে তিনদিন ঘেরাও করার হুঙ্কার দিলেন অনুব্রত মণ্ডল। আগামী ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বীরভূম সফরের কথা আছে। তারপরেই হতে পারে এই ঘেরাও।
৩। প্রাণ বাঁচিয়ে আফগানিস্তান থেকে ৭৮ জন ফিরেছেন ভারতে। এদের মধ্যে ১৬ জনের শরীরেই মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি।
৪। কাশ্মীর দখলের জন্য তালিবানকে পাশে চাইছে পাকিস্তান। এমনই মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক দলীয় নেতার। যা অস্বস্তি বাড়িয়েছে পাকিস্তানের।
৫। আশার বার্তা এলো হু থেকে। বলা হয়েছে, অতিমারির একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারত। এখন রয়েছে এন্ডেমিসিটির পর্যায়ে।
৬। আবারও বাড়ল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭ হাজারে। দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮।
৭। চাকা গড়াল টয় ট্রেনের। পর্যটকদের কথা মাথায় রেখে পাহাড়ে যাত্রা শুরু করল টয় ট্রেন।
৮। ১৫ মাস পরে করোনা শূন্য লুধিয়ানা। এলো না একটি পজিটিভ রিপোর্ট। জানাল স্বাস্থ্যমন্ত্রক।
৯। ম্যানুফ্যাকচারিং হাবে আমেরিকাকে টপকাল ভারত। মূলত ওষুধ, ইঞ্জিনিয়ারিং এবং রাসায়নিক ক্ষেত্রে ভারতকে পছন্দ করছে অন্যান্য দেশ। তবে পিছিয়ে প্রতিবেশি দেশ চিনের থেকে।
১০। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কাটল জটিলতা। আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। হাত মেলাচ্ছে শ্রীসিমেন্ট।
ব্যুরো রিপোর্ট