Daily
১। আমদানি রপ্তানি বাণিজ্যে ধাক্কা। শুকনো ফলের সঙ্গে হু হু করে দাম চড়ছে গরম মশলার। উদ্বেগে রয়েছে দিল্লি।
২। উত্তাল মহারাষ্ট্র। উদ্ধব ঠাকরেকে চড় মারার কথা বলায়পুলিশের হাতে গ্রেফতার হলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। আইন মেনে কাজ করার নির্দেশ দিলেন রাজ্যের বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস।
৩। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন এবার বেসরকারি হাতে। ৩০ বা ৫০ বছরের চুক্তিতে কর্পোরেট সংস্থার হাত ধরে বিক্রি হবে ট্রেনের টিকিট।
৪। কড়া সিদ্ধান্ত নিল কালীঘাট মন্দির কর্তৃপক্ষ। করোনার দুটি ডোজ নেওয়া থাকলে তবেই মিলবে প্রবেশের অনুমতি।
৫। আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাজ্য সরকার। তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুদের জন্য বাড়ানো হল শয্যা সংখ্যা। নজর রাখতে বলা হয়েছে ওষুধ মজুতের দিকেও।
৬। আবারও ধসের কবলে উত্তরাখণ্ড। ধস নামল টনকপুর চম্পাওয়াতের জাতীয় সড়কে। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগতে পারে দু’দিন।
৭। ট্রেন দুর্ঘটনার কবলে বিহারের নালন্দা। লাইনচ্যুত মালবাহী ট্রেন। হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
৮। জাতিগত আদমশুমারি নিয়ে মোদীর পাশে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। জানালেন, মোদী এমনই একজন মানুষ যিনি প্রত্যেকের কথা শোনেন।
৯। এখনও অব্যাহত বিক্ষোভ। দিল্লির ইউএনএইচসিআরের অফিসের বাইরে প্রতিবাদ করতে দেখা গেল আফগান শরণার্থীদের।
১০। করোনার জেরে ধাক্কা খেল চিনের মোবাইল ব্যবসা। উৎপাদন নেমে এলো ১০-৩০ শতাংশে।
ব্যুরো রিপোর্ট