Daily
১। সরকার গড়ার শেষ লগ্নে তালিবান। সোমবার কাবুলে এসে পৌঁছলেন তালিবান শীর্ষ নেতা মোল্লা আবদুল গনি বরাদর।
২। একদিকে যখন বাইডেন প্রশাসন ক্রমাগত চাপের মুখে পড়ছে তখন অন্যদিকে চিন তালিবানের সঙ্গে সখ্যতা গড়বার প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে ভারত কোন দিকে যাবে সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ছড়াচ্ছে আন্তর্জাতিক মঞ্চে।
৩। ভারতীয় সহ ১৫০ জন বন্দিকে মুক্তি দিল তালিবান। এবার তাঁদের বাড়ি ফেরাতেই উদ্যোগ নিল বায়ুসেনা।
৪। স্বাস্থ্য পরিকাঠামোর দিকে নজর রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বসবেন এসএসকেএমের ন’তলায়।
৫। এবার থেকে সপ্তাহের ছ’দিনেই টিকাকরণ হবে। প্রথম এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হবে দিনের আলাদা আলাদা সময়ে। জানালেন কলকাতা পুরসভার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম।
৬। চোরাশিকার রুখতে কঠোর হল বনদপ্তর। অবৈধ কাঠপাচার আটকাতে গোয়েন্দা নিয়োগের সিদ্ধান্ত নিল তারা।
৭। লখনউতে অনুষ্ঠিত হল মিশন শক্তির তৃতীয় পর্যায়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
৮। ধস নামল উত্তরাখণ্ডের নৈনিতালে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসযাত্রীরা।
৯। জলন্ধর হাইওয়েতে ধর্নায় বসলেন পাঞ্জাবের কৃষকরা। আখের দাম বাড়ানোই তাঁদের প্রধান দাবি।
১০। অলিম্পিকে দেশের ক্রীড়াবিদদের সাফল্য দেখে অনুপ্রাণিত হলেন গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক। উত্তরপ্রদেশের জেলাশাসক সুভাষ লালিনাকেরে ইয়াথিরাজ দেশের প্রথম জেলাশাসক যিনি প্যারাঅলিম্পিকের জন্য নিজেকে প্রস্তুত করছেন প্রশাসনের পাশাপাশি।
ব্যুরো রিপোর্ট