Daily
১। আফগানিস্তান দখলের পরেই ফাটল ধরল তালিবানে। বাদাখশন ও পুস্তখান গোষ্ঠীর মধ্যে মতবিরোধের ছবি ধরা পড়ল প্রকাশ্যে।
২। তালিবানের আঁচ এবার পাকিস্তানে। আফগান সীমান্তের কাছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক পাক সেনার।
৩। আফগানিস্তানে বন্দি ভারতীয়দের নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। জানিয়ে দিলেন, ভারতের লক্ষ্য এখন শুধুই নিরাপদে আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা।
৪। তাজিকিস্তান থেকে ‘না’ শোনার পর আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরফ গনির ঠাঁই হয়েছে আরবে। এমন কথাই শোনা গিয়েছিল। অবশেষে সীলমোহর দিল আরবের বিদেশমন্ত্রক।
৫। খুব তাড়াতাড়ি সরকার গঠনের দিকে হাঁটতে চলেছে তালিবান। যদিও ভারত সরকার তালিবানকে স্বীকৃতি দেয় কিনা সেই প্রশ্নই ঘোরাফেরা করছে।
৬। দেশীয় বাজারে চোখ রাঙাচ্ছে ড্রাই ফ্রুটস। আফগানিস্তান থেকে রপ্তানি হওয়া এই সকল ড্রাই ফ্রুটের জোগান ব্যহত হওয়ায় তার প্রভাব পড়ছে ভারতের বাজারে।
৭। দিল্লিতে অস্ট্রেলিয়া দূতাবাসের সামনে আফগান নাগরিকদের ভিড়। ভিসা পাবার জন্য তাঁদের অপেক্ষা করতে দেখা গেল।
৮। বাংলা জয়ের অন্যতম কারণ একের পর এক উন্নয়ন প্রকল্প। এবার সেই উন্নয়নকে তুলে ধরে ত্রিপুরাকেই পাখির চোখ করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৯। দাম কমছে হিমাচলের আপেলের। এদিকে অতিমারি কারণে বেশ ক্ষতির মুখে পড়ে হিমাচলের পাইকারি বাজার। এবার তার জেরেই আপেলের দাম ক্রমশ নিম্নমুখী।
১০। চোখ কপালে ওঠার মত রিপোর্ট প্রকাশ করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। জানাল, দেশের ৪৬% মানুষই ব্যাঙ্ক, বিমার আওতার বাইরে।
ব্যুরো রিপোর্ট