Daily
১। আফগানিস্তান থেকে ভারতীয়দের সরাতে তৎপর কেন্দ্রীয় সরকার। ১৭০ জন ভারতীয় নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা হল ভারতে।
২। আর ফিরে যেতে চাইছেন না আফগানিস্তানে। থাকতে চাইছেন না তালিবান রাজত্বে। আফগান পড়ুয়াদের ভরসার জায়গা ভারত।
৩। কাবুল থেকে মানুষরা নিরাপদে ফিরলেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। তাঁদের গলায় শোনা গেল ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।
৪। আফগানিস্তানে জলে গেল ভারতের ২৩ হাজার কোটির বিনিয়োগ। এই বিপুল বিনিয়োগ করা হয় সড়ক, বিদ্যুৎ, পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে।
৫। রাজ্য পুলিশের ওপর ভরসা রাখছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে সব মামলা খারিজের আবেদন জানিয়েছেন তিনি।
৬। ফের বিতর্কে অনুব্রত মন্ডল। বিশ্বভারতীর সঙ্গে বিজেপিকে জড়িয়ে ফেলার কারণে এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে পাগল বললেন তিনি।
৭। খুলে গেল বেলুড় মঠ। চার মাস পর আবারও খুলে গেল বেলুড় মঠের দরজা। করোনা বিধি মেনেই মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে দর্শনার্থীদের।
৮। মঙ্গলবার থেকে খুলে গেল হাজারদুয়ারির দরজা। হাসি ফুটল স্থানীয় ব্যবসায়ীদের মুখে।
৯। এম-ক্যাপে রিলায়েন্সের পিছনেই টিসিএস। ছাড়িয়ে গেল ১৩ লক্ষ কোটির মাত্রা।
১০। ৫৬ হাজারের ঘরে ঢুকছে সেনসেক্স। উত্থানের পরিমাণ ছিল আগের বছরের থেকে ২০৯.৬৯ পয়েন্ট বেশি।
ব্যুরো রিপোর্ট