Daily
১। বিজেপিকে আটকাতে আর তৃতীয় ফ্রন্টের পক্ষপাতী নয় তৃণমূল। কংগ্রেসকে পাশে নিয়েই বিরোধী জোটে আগ্রহী তারা।
২। তাল কাটলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সরাসরি বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বৈদেশিক নীতির ঘোর বিরোধিতা করলেন তিনি।
৩। বিল পাশ হল অসমের বিধানসভায়। মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গো-মাংস বিক্রিতে জারি হল নিষেধাজ্ঞা।
৪। অনাদায়ী ঋণ উদ্ধার করতে জলের দরে বিক্রি হল বিজয় মাল্যর কিংফিশার ভিলা। ১৫০ কোটির বাড়ি বিক্রি হল ৫২ কোটিতে।
৫। খেলা হবে দিবস নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা মদন মিত্র। জানালেন, দেশের বেশ কয়েকটি রাজ্যে এবার পালন করা হবে খেলা হবে দিবস।
৬। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লিতে বাড়ানো হল নিরাপত্তা। দিল্লির লাল কেল্লার পাশাপাশি এলাকায় কড়া হল পুলিশি নজরদারি। পাশাপাশি কলকাতার রেড রোডেও করোনা বিধি মেনে খুবই সংক্ষিপ্তভাবে পালিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান।
৭। ট্র্যাক্টর প্যারেডের রিহার্সাল হল হরিয়ানায়। এই রিহার্সাল করলেন হরিয়ানার কৃষকরা। এই প্যারেড করবেন মহিলা কৃষকরা।
৮। হামলার ছক বাঁচাল করে দিল জম্মু-কাশ্মীর পুলিশ। স্বাধীনতা দিবসের আগেই ধরা পড়ল চার জঙ্গী।
৯। আফগানিস্তানের প্রভাব বাড়াচ্ছে তালিবানরা। ইতিমধ্যেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে জোর গুঞ্জন শুরু হওয়ায় দিল্লিতে বসবাসকারী আফগান নাগরিকরা শঙ্কিত হয়ে পড়েছেন। যদিও আফগান প্রশাসনের পক্ষ থেকে প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার দাবিকে ইতিমধ্যেই নস্যাৎ করা হয়েছে।
১০। দাম কমতেই ভিড় বাড়ছে সোনার দোকানে। গ্রাহকদের মধ্যে সোনার চাহিদা আবারও ফিরছে পুরনো ছন্দে।
ব্যুরো রিপোর্ট