Daily
১। বাংলা থেকে বাম বিদায়ের কারণ খুঁজল সিপিএমের কেন্দ্রীয় কমিটি। আইএসএফের সঙ্গে জোট ব্যর্থতার অন্যতম কারণ বলেই মনে করছেন তাঁরা।
২। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে অপসারিত মহুয়া দাস। ফল ঘোষণার দিন প্রথম স্থানাধিকারী রুমানা সুলতানার ধর্ম পরিচয় তুলে ধরার পড়েই বিতর্কের সূত্রপাত হয়।
৩। ফের বিতর্কে মুকুল রায়। তাঁর মুখে আবারও বিজেপি জয়ের বার্তা। শুক্রবার পিএসসি-র বৈঠকে এসে তিনি বলেন, কৃষ্ণনগর উত্তরে বিজেপির হয়ে দাঁড়ালে আবারও বিপুল ভোটে জয়ী হবেন তিনি।
৪। পরিবর্তিত মেট্রোর সময়সূচি। শেষ মেট্রো ছাড়ার সময় বাড়ল আরও এক ঘণ্টা। আগামী সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টায়।
৫। ছন্দে ফিরছে যোগী রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান। ১৬ ই অগাস্ট থেকে খুলে যাচ্ছে উত্তরপ্রদেশের সমস্ত স্কুল-কলেজ।
৬। আতঙ্ক ছড়িয়ে পড়ছে বেঙ্গালুরুতে। অগাস্টের প্রথম দু’সপ্তাহের মধ্যেই সেখানে আক্রান্ত ৫০০ শিশু।
৭। আকাশপথে উত্তরপ্রদেশের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর তিনি বন্যায় প্রভাবিত মানুষের সঙ্গে দেখা করেন তিনি।
৮। করোনার বিধি নিষেধ কমে যাওয়ায় গোয়াতে ফেরার চেষ্টা করছে পর্যটনশিল্প। তবে এখনও পর্যন্ত পর্যটকদের সেইভাবে পা না পড়ায় পর্যটনশিল্প রয়েছে তলানিতে।
৯। ক্রমশই চাহিদা বাড়ছে তেরঙ্গা ঘুড়ির। লখনউতে এই ঘুড়ি বিক্রি কারণে ঘুরে দাঁড়াচ্ছেন ঘুড়ি ব্যবসায়ীরা।
১০। ঘুরে দাঁড়াচ্ছে গাড়ি বাজার। জুলাই মাসে বাড়ল গাড়ি বিক্রি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেও যা অনেকটাই স্বস্তি এনে দিল।
ব্যুরো রিপোর্ট