Daily
১। লোকাল ট্রেন বন্ধ থাকছে ৩১ অগাস্ট পর্যন্ত। নবান্নে সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২। সংসদে ভুল বানানের প্ল্যাকার্ড ধরার জন্য রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও।
৩। একজোট হওয়ার ডাক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। আগামী ২০ অগাস্ট ভার্চুয়ালি আলোচনায় ডাক পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকতে পারেন উদ্ধব ঠাকরে, এমকে স্ট্যালিনের মত তাবড় নেতারা।
৪। আলোচনা ছাড়াই সরকার আইন পাশ করছেন। এবার সেই মর্মে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হলেন কংগ্রেস নেতা শশী থারুর। প্রতিবাদে বসেছেন কংগ্রেসের অন্যান্য নেতারাও।
৫। ‘খেলা হবে’ যোগীরাজ্যেও। আগামী ১৬ অগাস্ট উত্তরপ্রদেশে পালন করা হবে খেলা হবে দিবসের কর্মসূচি। সেই উদ্দ্যেশ্যেই এবার ফুটবল ম্যাচের আয়োজন করা হচ্ছে লখনউয়ে।
৬। পেগাসাস এবং তিন কৃষি আইন বাতিল নিয়ে আবারও সরব বিরোধীরা। প্রতিবাদ জানাতে সংসদ থেকে বিজয়চক পর্যন্ত মিছিল করলেন তাঁরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
৭। ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে তালিবানরা। দখল করে নিচ্ছে আফগানিস্তানের একের পর এক এলাকা। আশঙ্কা করা হচ্ছে, তিন মাসের মধ্যেই তালিবানের দখলে চলে আসতে পারে কাবুল।
৮। পুজোর মুখে জীবিকায় টানের আশঙ্কা হকারদের। জীর্ণ হয়ে পড়েছে বারাসাতের একমাত্র ওভারব্রিজটি। মেরামতির কাজ শুরু হলে তীব্র সমস্যায় পড়তে পারেন ৫০০ হকার।
৯। বাংলায় আবারও টানা তিন দিন ভারী বৃষ্টির ভ্রুকুটি। আবারও ভাসবে বাংলার উত্তর থেকে দক্ষিণ। প্রবল বর্ষণ হতে পারে কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, মালদা সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।
১০। ওজন বৃদ্ধি হতাশার অন্যতম কারণ হয়ে উঠেতে পারে। সম্প্রতি এই রিপোর্ট প্রকাশিত হয়েছে বিখ্যাত জার্নাল ‘হিউম্যান মলিকিউলার জেনেটিক্স’-এ।
ব্যুরো রিপোর্ট