Daily
১। অবশেষে খরা কাটল। চলতি টোকিও অলিম্পিকে সোনা জয় ভারতের। জ্যাভলিনে সোনা ছিনিয়ে আনলেন হরিয়ানার নীরজ চোপড়া।
২। বিবেক দংশন মুকুল রায়ের। কৃষ্ণনগরে সাংবাদিক বৈঠকে মুকুল রায় হঠাৎই বিজেপির পক্ষ নিলে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এবার তিনি বললেন, যা হয়েছে তা অনুচিৎ।
৩। বিদ্যুৎ আইন নিয়ে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকারের আনা বিদ্যুৎ আইনের বিরোধীতা করলেন তিনি। জানিয়ে দিলেন, এই আইন জনবিরোধী।
৪। মমতাকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, কেন্দ্রীয় সরকার টাকা পাঠালেও সেই টাকা বন্যার কাজে ব্যবহার করেনি রাজ্য সরকার।
৫। ট্যাংকার ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও স্বাভাবিক হয়নি রাজ্যের পেট্রোল পাম্পগুলো। আজ কোম্পানির সঙ্গে আলাপ আলোচনার পর ধর্মঘটী বেঙ্গল ট্যাংকারস অ্যাসোসিয়েশন তাদের ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
৬। করোনা আবহে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে উদ্যোগী হলো ভারত। শনিবার সকালে পেট্রোপোল বন্দর দিয়ে প্রাথমিকভাবে ৩০টি অ্যাম্বুলেন্স গেল বাংলাদেশে।
৭। নাসিকে নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেল আরও ৩০ জনের। চরম উত্তেজনা ছড়াল গোটা নাসিক জুড়ে।
৮। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল কেল্লায় নিরাপত্তা আরও মজবুত করা হল। দিল্লি পুলিশ এবং আইটিবিপি কর্মীদের নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে।
৯। শিয়রে সংকট। গঙ্গা যমুনার জলের স্তর বেড়ে যাওয়ায় প্রয়াগরাজের বহু বাড়ি আজ জলমগ্ন। স্বাভাবিকভাবেই চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
১০। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয় পুনিয়ার। ব্রোঞ্জ মেডেল জয়ের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে হারিয়ে বিজয়ী বজরং পুনিয়া।
ব্যুরো রিপোর্ট