Daily
১। মুকুলের মুখে রাম নাম। কৃষ্ণনগরের সাংবাদিক সম্মেলনে মুকুল রায়ের মুখে শোনা গেল তৃণমূলের পরাজয়ের কথা। পরিবর্তে বিজেপির জয়কেই মুখ্য করলেন তিনি। অস্বস্তিতে তৃণমূল।
২। প্রকাশিত হল চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। রাজ্য জয়েন্টে প্রথম হল রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র খড়দহের পাঞ্চজন্য দে।
৩। তৃতীয় ঢেউ এলেও শিশুদের মধ্যে বেশি করে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা খুব একটা নেই। জানালেন বিশেষজ্ঞদের একাংশ।
৪। আয়ের দিশা খুঁজে পেলেন ৬০ জন ভিখিরি। টানা এক বছরের প্রশিক্ষণ দেওয়া হয় রাজস্থানের সরকার মারফৎ। রেস্তোরাঁয় কাজের দিশা খুঁজে পেয়ে এখন তাঁরা যথেষ্ট খুশি।
৫। শীর্ষ আদালতে জয় পেল অ্যামাজন। মুকেশ অম্বানীর সংস্থা রিলায়েন্সকে ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি করা যাবেনা বলে জানিয়ে দিল শীর্ষ আদালত।
৬। জয়পুরের সংস্থা তৈরি করল রোবট। যা কাজে লাগানো হবে আতিথেয়তা শিল্পে। রয়েছে ৩ডি ক্যামেরা, সেলফ নেভিগেশন এবং লেসার ডিটেকশন ক্ষমতা।
৭। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সপ্তাহের শেষ দিন পর্যন্ত। আগামী সপ্তাহ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সোমবার থেকে দার্জিলিং, কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গে ভারি বৃষ্টির সম্ভাবনা।
৮। ভাসছে প্রয়াগরাজের নিচু এলাকা। গঙ্গা এবং যমুনার জলস্তর বাড়ার কারণেই ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। জারি করা হয়েছে সতর্কতা।
৯। উৎসবের মরশুমে বিক্রি অনেকটাই বাড়বে বলে মনে করছে দেশের সবচেয়ে বড় দুই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং অ্যামাজন। স্মার্টফোন, টেলিভিশন, ল্যাপটপের মত বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্যের বিক্রি একধাক্কায় বাড়তে পারে ৩০-৪০%।
১০। খেলরত্ন থেকে বাদ পড়ল রাজীব গান্ধীর নাম। পরিবর্তে যুক্ত করা হল হকির জাদুকর ধ্যানচাঁদের নাম।
ব্যুরো রিপোর্ট