Daily
১। তৃণমূল এবং বামেদের কাছাকাছি আসার জল্পনা জিইয়ে রাখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিজেপিকে মোকাবিলা করার জন্য তৃণমূল-সিপিএমের জোটের পরিকল্পনা খারিজ করলেন না তিনি।
২। আক্রমণাত্মক দেব। জল জমা নিয়ে তোপ দাগলেন কেন্দ্রকে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে তবেই পাওয়া যাবে সমাধান।
৩। রাজ্যসভা থেকে সাসপেন্ড তৃণমূলের ছয় সাংসদ। সাসপেন্ড হলেন দোলা সেন, মৌসম নূর, অর্পিতা ঘোষ, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক। অধিবেশন বানচাল করে দেবার জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে।
৪। কেন্দ্রীয় সরকারের বিল পাশ নিয়ে এবার ডেরেকের পাপড়ি চাটের কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। বললেন, সংসদকে মাছের বাজার বাজাবেন না।
৫। গরীবের কষ্ট মেটাতেই প্রতিজ্ঞাবদ্ধ রাহুল গান্ধী। জানালেন, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে।
৬। মানবিকতার নজির গড়ল সুরাট পুলিশ। প্রতিটি দুঃস্থ বয়স্ক মানুষদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তাঁদেরকে দেওয়া হচ্ছে সামাজিক সুরক্ষা।
৭। অসম-মিজোরাম সীমান্ত এখন স্বাভাবিক। জানালেন অসমের নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংঘল।
৮। ভারতসহ অন্যান্য দেশকে টিকা তৈরিতে সাহায্য করছে আমেরিকা। হোয়াইট হাউজে সাংবাদিক বৈঠক করে জানালেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
৯। সাধারণের জন্য ৩ তারিখ থেকে খুলে গেল ভুবনেশ্বরের চিড়িয়াখানা। নন্দনকানন জুলজিক্যাল পার্কে আবারও পা পড়ল দর্শকদের।
১০। সোনার স্বপ্ন হাতছাড়া লভলিনার। জিতলেন ব্রোঞ্জ পদক। হেরে গেলেন তুরস্কের বুসেনাজ সুরমেনেলির কাছে।
ব্যুরো রিপোর্ট