Trending

আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টম দিন। তাই আজ অষ্টমী। উমা বাপের বাড়িতে আসল আজ প্রায় আট দিন। এদিকে রয়েছে কৈলাসে ফেরার তাড়া। ওখানে যে একজন অপেক্ষা করছেন উমা আগমনের। কিন্তু সপরিবার বাপের বাড়িতে এসেছেন বলে লক্ষ্মী, গণেশ, কার্ত্তিক, সরস্বতী সবাই রয়েছেন বেজায় আনন্দে। কৈলাসের কথা ভেবে উমা ক্রমশ অস্থির হয়ে উঠছেন ফেরার জন্য। এদিকে মনও ভারাক্রান্ত। এতো লোকজন, ভক্তসমাগম কেউ উমাকে ছাড়তে চায় না যে। এটাই উমার বড় একটা পিছুটান মর্ত্যে।
তাই প্যান্ডেলে প্যান্ডেলে বাড়িতে বাড়িতে ঠাকুরমশাইদের যে আজ দম ফেলবার ফুরসৎ নেই। আজ যে অষ্টমী। আজ যে শুধু উমাই পূজিত হবেন না। সেই সঙ্গে উমার বাহনদেরও আজ পুজো হবে। একইসঙ্গে সর্বত ভদ্রমণ্ডলীতে আসীন হবেন বিভিন্ন অপদেবতারাও। তারাও যে আজ উমার কল্যাণে পুজো পাবেন এই সর্বত ভদ্রমণ্ডলীতে।
অসুর থেকে সর্প। প্যাঁচা থেকে ময়ুর। আর মূসকরাজের তো কোন কথাই নেই। তিনি যে উমার অতি আদরের। সবাই আজ পুজো পাবেন এই ধরাধামে। অর্ঘ্য, পাদ্ম, নৈবেদ্য সহকারে। এরপরেই রয়েছে উমার আরও ব্যস্ততার তাড়া।
আজই তো অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণে উমা বসবেন চামুণ্ডা রূপে সন্ধিপুজোয়। একশো আট পদ্মে আর দীপে ‘ওম হ্রীং চামুণ্ডায়ৈ নমঃ’ মন্ত্রে মুখরিত হবে মর্ত্যের আকাশ, বাতাস। সন্ধিক্ষণও শেষ। উমার চোখের কোণায় জলের ফোঁটা। প্রসন্নময়ী বদন থেকে উমা মুহূর্তে পরিণত হন ম্লানবদনা রূপে। বৈষ্ণবী রূপ যতটা মনোরম। চামুণ্ডা রূপ যতটা উজ্জ্বল। আর সন্ধিশেষে নবমী তিথিতে উমার দুচোখে শুধুই চোখের জল। তবুও কিছু করার নেই উমার। বাড়ি যে ফিরতেই হবে।
অঙ্কিত মুখার্জী
বিজনেস প্রাইম নিউজ