Prime
Daily
বিধানসভায় শপথ নিলেন ব্রাত্য বসু, রথীন ঘোষ সহ ১১ বিধায়ক
By Business Prime News | May 28, 2021
Daily
করোনায় আক্রান্ত হয়ার জন্য শপথ নিতে পারেননি রাজ্যের বেশ কয়েকজন নেতা মন্ত্রীরা। তাঁদের মধ্যে অন্যতম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। অবশেষে আজ শপথ নিলেন তাঁরা। তাঁদের সঙ্গে শপথ নিলেন ১১ জন বিধায়ক। শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ বাক্য পাঠ করান।
উল্লেখ্য, এই মাসেরই ৬ এবং ৭ তারিখে নবনির্বাচিত মন্ত্রী বিধায়কদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। যদিও সেইসময় ব্রাত্য বসু, রথীন ঘোষ সহ মোট ১২ জন বিধায়কের কেউই শপথ বাক্য পাঠ করতে পারেননি। আজ তাঁরা সকলেই শপথ বাক্য পাঠ করেন। নতুন বিধায়কদের এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পরিষদীয় প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু।
মানস চৌধুরী, কলকাতা