Market

দূষণ কমাতে এবার অপ্রচলিত বিদ্যুৎ জোগানের ওপর জোর দিচ্ছে ভারত-সহ গোটা বিশ্ব। দেশে প্রায় ৪০% বিদ্যুতের জোগান আসে অপ্রচলিত শক্তি থেকে। দূষণ হ্রাসের জন্য অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার বাড়ানো হলেও, পশ্চিমবঙ্গ-সহ পূর্বাঞ্চলে তা উৎপাদনের সুযোগ কম। এতে করে বিদ্যুতের খরচ ভবিষ্যতে বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের বিদ্যুৎ তথা অতিরিক্ত মুখ্যসচিব সুরেশ কুমার। তবে সেই ক্ষেত্রে গ্রাহক মাসুলও বাড়বে কি না, তা নিয়ে মুখ খোলেননি রাজ্যের বিদ্যুৎ তথা অতিরিক্ত মুখ্যসচিব।
সুরেশবাবু জানিয়েছেন, একমাত্র ওড়িশা ছাড়া পূর্বাঞ্চলের আর কোনও রাজ্যে বায়ু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খুব একটা ভাল নয়। কিন্তু অপ্রচলিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে হলে সৌর বা জল বিদ্যুৎ জোগানের পাশাপাশি পশ্চিম বা দক্ষিণ ভারত থেকে বিকল্প বিদ্যুৎ আনতে হবে। তবে এক্ষেত্রে, ভিন্ রাজ্য থেকে সেই বিদ্যুৎ জোগানের জেরেই পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিদ্যুতের খরচ বাড়বে বলে অভিমত সুরেশ বাবুর।
সংশ্লিষ্ট মহলের মতে, বণ্টন সংস্থাগুলির খরচ বাড়লে তার দায় চাপতে পারে গ্রাহকের উপরে। তবে সংশ্লিষ্ট রাজ্য ভর্তুকি দিলে তা সম্ভব।
ব্যুরো রিপোর্ট