Daily
একুশের বিধানসভা নির্বাচনে ভাঁড়ার শুন্য। মেলেনি একটিও আসন। কিন্তু তাঁদের লক্ষ্য থেকে সরেননি বামপন্থীরা। তাই অতিমারী পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে সবথেকে বিশ্বস্ত আশ্রয়ের নাম রেড ভলান্টিয়ার্স। যে কোনো বিপদে পড়লেই দলমত নির্বিশেষে সাধারণ মানুষ পাশে পেয়েছেন এঁদের। আর এবার আরেকটু বেশি সুবিধা দিতে রেড ভলান্টিয়ার্সরা শুরু করলো নতুন এ্যাপ পরিষেবা। বারাসাত রেড ভলান্টিয়ার্সরা এই নতুন এ্যাপ পরিষেবা চালু করলো।
করোনা পরিস্থিতিকে মাথায় রেখে মানুষকে সচেতন ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রেড ভলান্টিয়ার্সরা প্রায় বহুদিন ধরেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিভিন্ন শহরে, গ্রামে ও প্রত্যন্ত এলাকাগুলিতেও নিজেদের সামর্থ্যানুযায়ী ছুটে যাওয়া অব্যাহত রয়েছে রেড ভলান্টিয়ার্সদের।।
রোগী হাসপাতালে পৌঁছানো থেকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা করা প্রত্যেক খুঁটিনাটি বিষয় নিয়ে এরা সজাগ। বিভিন্ন উপায়ে এই হার না মানা যুবকের দল একভাবে গরীব দুঃস্থ হোক বা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তৎপর রয়েছেন ২৪ ঘণ্টা।
রেড ভলান্টিয়ার্সদের তরফে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে তাঁরা ব্যাপকভাবে সাড়া ফেলার পরেও বহু মানুষ এই সাহায্যের আশ্বাস থেকে বাদ পড়েছেন। তাই সেই অভিযোগ মেটাতেই এই অভিনভ পদক্ষেপ নিয়েছেন তাঁরা। যেখানে জনসাধারন আরও সহজভাবেই যোগাযোগ করতে পারবেন বলে জানিয়েছেন রেড ভলান্টিয়ার্সরা
হোকনা লড়াই কঠিন তবু নিজেদের জেদ ও সৎ সাহসকে হাতিয়ার করেই লড়ে চলেছেন বামপন্থীরা। আর এবার তাঁদের লড়াইকে স্যালুট জানাতে বাধ্য হচ্ছেন শূন্য দেওয়া জনগণ।
বিক্রম লাহা, উত্তর 24 পরগনা