Trending

নানান জলঘোলা পরিস্থিতির পর অবশেষে টুইটার কিনে নিয়েছিলেন এলন মাস্ক। বেশ মোটা অঙ্কের টাকাও খসাতে হয় তাকে এর জন্য। টুইটার কেনার পর থেকেই ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত নিতে দেখা গেছে তাকে। প্রথমে কর্মীছাঁটাই আর এখন ব্লু-টিকের জন্য মোটা টাকা। সম্প্রতি প্রকাশিত আমেরিকার প্রযুক্তি সংবাদ ওয়েবসাইট ভার্জের প্রতিবেদন মারফৎ জানা যাচ্ছে, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা তাঁদের অ্যাকাউন্টে ব্লু-টিক পেতে চাইলে তাঁদের গুনতে হবে মোটা অঙ্কের টাকা। আগামী ৭ নভেম্বর থেকেই টুইটারে এমন নয়া নিয়ম আসতে চলেছে বলে জানাচ্ছেন এই প্রকল্পে কর্মরত টুইটারের কর্মচারীরা।
বর্তমানে টুইটারে এই ব্লু-টিক পেতে গেলে দিতে হয় ৪.৯৯ ডলার। কিন্তু আমেরিকার প্রযুক্তি সংবাদ ওয়েবসাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নয়া নিয়ম কার্যকর হওয়ার পর থেকে সেই অঙ্কটা বেড়ে দাঁড়াবে ১৯.৯৯ ডলার, অর্থাত ভারতীয় মুদ্রায় প্রায় ১,৬৪০ টাকা। এছাড়াও, আগে যেখানে যাচাইকৃত ব্যবহারকারীরা ৯০ দিন সময় পেতেন সাবস্ক্রিপশনের জন্য, এবার থেকে সেই গ্রেস প্রিপেইড বন্ধ হয়ে যাবে। এবং অবিলম্বে অর্থপ্রদান করতে হবে। না হলে নীল টিক মুছে দেওয়া হবে অ্যাকাউন্ট থেকে।
এই ব্লু-টিক বিষয়টা কিন্তু টুইটার চালু হওয়ার একদম প্রথম থেকেই ছিলনা। গত বছর জুনে এই ফিচারটি আনা হয়। এবং এটি ছিল প্রথম সাবস্ক্রিপশন বেসড সার্ভিস। ব্যবহারকারীরা এরমাধ্যমে টুইট এডিট করার পাশাপাশি পেতেন বিভিন্নরকম প্রিমিয়াম ফিচার। পরবর্তীকালে অবশ্য এক সমীক্ষায় ৭০ শতাংশ ব্যবহারকারী সম্পাদনার সুবিধে দেওয়ার পক্ষে ভোট দিলে টুইটার তার প্ল্যাটফর্মেই এই এডিটের অপশনটি যোগ করে দেন। কিন্তু এখন সেই সুবিধা পেতে গেলে নিতে হবে সাবস্ক্রিপশন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ