Daily

করোনার থাবা শাসকদলে। করোনায় আক্রান্ত জনপ্রিয় তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু। আপাতত রয়েছেন নিভৃতবাসে।
ভোট আবহাওয়ায় এই নেতার ব্যস্ততা ছিল চরমে। আর ভোট মিটতেই চলে গেলেন আইসোলেশনে। গত সোমবার তাঁর সর্দি, মাথা ধরার মত উপসর্গ দেখা দেয়। অসুস্থ বোধ করলে কোভিড পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই নিজেকে ঘরবন্দি করে নিয়েছেন টানা ১০ বছরের মন্ত্রীত্ব সামলানো এই তুখোর রাজনীতিবিদ।
করোনায় আক্রান্ত হবার কারণে করতে পারেননি শপথগ্রহণ। তিনি জানিয়েছেন, সুস্থ হলেই শপথগ্রহণ করবেন। শিক্ষা, তথ্য-প্রযুক্তি এবং পর্যটনের মত দফতর সামলেছেন তিনি। সোমবার নতুন মন্ত্রীসভা গঠন হলে এবার কোন দফতরের মন্ত্রীত্ব সামলান, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট