Daily

বর্ধমান শহরের আলমগঞ্জ বালি বাগান এলাকায় বিজেপি করায় সরকার পরিবারকে বাড়ি ছাড়ার নিদান দিয়েছে তৃণমূল। এমনই অভিযোগ স্থানীয় বিজেপি কর্মী নবীন সরকারের ।
তার পরিবার দীর্ঘ ৩৫ বছর ধরে ওই এলাকার সন্তোষ গিরির বাড়িতে ভাড়া আছেন। নবীন সরকারের মা সুজাতা সরকার জানান,তার ছেলে ভোটের পর থেকে বাড়ি ছাড়া,এই মুহূর্তে ছেলে বাড়িতে না ফেরায় লোকের বাড়িতে কাজ করে দু মুঠো খেয়ে দিন কাটাতে হচ্ছে। অন্যদিকে এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বাড়ি ছাড়তে বলছেন , এ অবস্থায় বাড়ির সমস্ত আসবাব পত্র জামা কাপড় নিয়ে এক প্রতিবেশীর কাছে আশ্রয় নিয়েছেন। সুজাতা সরকার দাবি এই মুহূর্তে চাইছেন ঘরের ছেলেকে ঘরে ফিরতে দেয়া হোক ।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী মিঠু সিং জানিয়েছেন,ইতিমধ্যেই এলাকার অন্যান্য বিজেপি কর্মীদের কোনোরকম হেনস্থা না করে তৃণমূলের পক্ষ থেকে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে।কিন্তু এই এলাকার একমাত্র বিজেপি কর্মী নবীন সরকারই ভোটের আগে এবং ভোটের দিন হাতে রিভলবার নিয়ে সন্ত্রাস চালিয়েছে, সুতরাং এইরকম দুস্কৃতিকে এই এলাকায় ঠাঁই নেই।
তৃণমূল নেত্রী মিঠু সিং আরো বলেন, তাঁর পরিবারের সঙ্গে ভাল ভাবেই তিনি তাঁর বাড়িতে আছেন । তাঁর পরিবারের প্রতি কোনো ধরনের হুমকি কিংবা বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়নি ।
পাপাই সরকার,পূর্ব বর্ধমান