Trending
শেষ দফা ভোটের আগে ফের মাঠে ময়দানে নেমে পড়ল সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ায় সক্রিয় হল কেন্দ্রীয় এজেন্সি। তার জেরেই ডাক পড়ল দাপুটে যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর। উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল যুব সভাপতি তিনি। সিবিআই-এর অফিস থেকে আজ তাঁকে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলবেলা দেবরাজ চক্রবর্তীরক কাছে পৌঁছে গিয়েছে নোটিশ।
এখানেই জানিয়ে রাখি, তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সীর দেবরাজ চক্রবর্তী। যাকে অতীতেও তলব করেছিল সিবিআই। সেই সময় তিনি হাজিরাও দিয়েছিলেন। বিষয়টা হচ্ছে, এই যুব তৃণমূল নেতা বহুদিন ধরেই সিবিআই-এর র্যাডারে রয়েছেন। গত বছর নভেম্বরে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি চালানো হয়েছিল অদিতি মুন্সীর স্টুডিও-তে। সেই সময় থেকেই যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর উপরে নজর পড়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই সময় সিবিআই তল্লাশি চালায়, তবে সেই সময় এই যুব নেতার গলায় কোনরকম আক্ষেপের সুর দেখা যায় নি। বরং তিনি বলেছিলেন, সিবিআই-কে সবধরণের সহায়তা করবেন। যখন সেবার তল্লাশি চালানো হয়, সেই সময় ব্যাঙ্কের নথিপত্র সহ আরও কিছু তথ্য নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে আজ কেন ডাক পড়ল?
এজেন্সি দাবি করছে, দেবরাজের বাড়িতে নাকি মিলেছে অ্যাডমিট কার্ড। অসঙ্গতি মিলছে তাঁর কথায়, এমনটাও জানিয়েছে সিবিআই। আর যে কারণে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে তলব করা হল তাঁকে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ।
জীবন হোক অর্থবহ