Trending
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চু কিতকিতের ঝাঁঝালো জবাব এবার সৌমিত্র খাঁ-এর গলায়। একেবারে ধুয়ে দিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বিষ্ণুপুরের বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূলী প্রশাসনের হালহকিকত তুলে ধরলেন। আর সেটা করলেন একেবারে চাঁচাছোলা ভাষাতেই। সৌমিত্র খাঁ জানিয়ে দিলেন, এই বাংলায় কোন পঞ্চায়েত নির্বাচন, পুরসভার নির্বাচন হয় না। সঙ্গে সৌমিত্র খাঁ-এর দাবি বিজেপির ২০০ জন কর্মী প্রাণ হারিয়েছেন বাংলায়। সেই দায় তিনি সরাসরি চাপিয়েছেন তৃণমূল কংগ্রেসের ঘাড়ে। একইসঙ্গে বলেছেন বিরোধীদের কথা বলার অধিকার পর্যন্ত নেই। কী বললেন সৌমিত্র খাঁ শুনে নিন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ