Daily

ইয়াস বিধ্বস্ত সুন্দরবনের অসংখ্য মানুষের ভবিষ্যৎ আজ ঝড়ের সঙ্গেই ধ্বংস হয়ে গেছে। এবার তাদের পাশের এসে দাঁড়াল উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস। সুন্দরবনের সন্দেশখালি এবং হিঙ্গলগঞ্জ এলাকায় দুর্গত মানুষদের পাশে কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে তৎপর হয়ে উঠল শাসক শিবির।
বুধবার, তৃণমূলের উদ্যোগে ত্রাণ সামগ্রীর প্রায় একশোটি গাড়ি পৌঁছয় সন্দেশখালির ধামাখালিতে। তারপর, প্রশাসনের সহযোগিতায় একে একে প্রত্যেকটি গাড়ি যাত্রা শুরু করে দুর্গতদের এলাকার দিকে। জেলা তৃণমূল নেতা ও দলের বিধায়ক নারায়ণ গোস্বামীর নেতৃত্বে শাসকদলের এক প্রতিনিধি দল এদিন আগে থেকেই হাজির ছিলেন ধামাখালিতে। ত্রাণ সামগ্রীর গাড়ি সেখানে আসার পর তৃণমূল নেতাদের উপস্থিতিতে সেগুলি দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে।
তৃণমূল সূত্রে খবর, যে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে তার মধ্যে রয়েছে ৫০০ কুইন্টাল চাল, ১২০ কুইন্টাল ডাল, সর্ষের তেল, আলু, সব্জি, সয়াবিন, বেবি ফুড, জল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। উল্লেখ্য, ইয়াসের ধ্বংসলীলা শেষ হলে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলের কর্মীদের যতটা সম্ভব ত্রাণ সামগ্রী পৌঁছে দেবার বার্তা দিয়েছিলেন। আজকের ছবিটা সেই বার্তারই প্রতিফলন।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা