Market

বড়সড় অঙ্কের অর্ডার পেল Titagarh Wagons। প্রায় ৮ হাজার কোটি টাকার ওয়াগন তৈরি করতে হবে এই সংস্থাকে। ভারতীয় রেলের কাছ থেকে এই বিপুল অঙ্কের অর্ডার ইতিহাসে নজির তৈরি করল বলেই মনে করছেন রাজ্যের অনেকে। সূত্রের খবর, ভারতীয় রেলের সঙ্গে Titagarh Wagons এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি মতনই ঠিক করা হয়েছে, আগামী ৩৯ মাসের মধ্যে ভারতীয় রেলের হাতে ২৪,১৭৭টি ওয়াগন তুলে দেবে রাজ্যের এই সংস্থা। তার জন্য খরচ পড়বে প্রায় ৮ হাজার কোটি টাকার কাছাকাছি।
ভারতীয় রেল সূত্রে জানানো হয়েছে, টিটাগড়ের এই ওয়াগন ফ্যাক্টরিতে উপযুক্ত যন্ত্রাংশ এবং উন্নত পরিকাঠামো রয়েছে। যে কারণে ভারতীয় রেলের কাছ থেকে এই বিপুল অর্ডার পেতে খুব একটা সমস্যা তৈরি হয়নি Titagarh Wagons এর। তবে যে অঙ্কের বরাত এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে সেটি আসলে মোট অঙ্কের ৩২%। সূত্র মারফৎ জানা গিয়েছে, ভারতীয় রেলের কাছ থেকে ১০ হাজার কোটি টাকারও বেশি অর্ডার পেয়েছে রাজ্যের এই সংস্থা। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে, সময়সীমা।
সংস্থা সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এতো সংখ্যক ওয়াগন তৈরি করা যেমন একদিক থেকে সংস্থার পক্ষে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তেমনই পর্যালোচনা করার বিষয় হল, আদৌ এই টাকার মধ্যে ২৪ হাজারের বেশি ওয়াগন তৈরি করা সম্ভব কিনা। কারণ, যে হারে কাঁচামালের মূল্যবৃদ্ধি চোখ রাঙাচ্ছে তাতে এত বড় অঙ্কের ওয়াগন তৈরি করতে কত টাকা খরচ হতে পারে, সেটাও দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। তবে যত যাই হোক, এতো বিরাট অঙ্কের ওয়াগন তৈরিড় বরাত এর আগে দেওয়া হয়নি Titagarh Wagons কে। স্বাভাবিকভাবেই, ভারতীয় রেলের দেওয়া এই অর্ডার রাজ্যের এই সংস্থাকে অনেকটাই অক্সিজেন দেবে। আপাতত এই খুশিতেই পুরোদমে কাজে লেগে পড়তে চাইছেন সংস্থার কর্তৃপক্ষ থেকে কর্মী সকলেই।