Trending
দক্ষিণবঙ্গে অতিবৃষ্টি যে ভয়াবহ ছবিটা দেখিয়েছিল, সেই একই ছবি এবার দেখা গেল রাজ্যের উত্তরে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং সহ কালিম্পংয়ের পাহাড়ি রাস্তার একাধিক জায়গায় নেমেছে ধস। তার সঙ্গে প্রবল বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে পর্যটক সহ উত্তরের স্থানীয় মানুষদের রাতের ঘুম উড়ে গিয়েছে।
টানা বৃষ্টিতে হু হু করে বেড়েছে তিস্তার জলস্তর। বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে নদী। গজলডোবায় স্লুইস গেট উপচে পড়ছে জল। দেখুন সেই এক্সক্লুসিভ ছবি বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়।
পাহাড়ি ঝোরা অতিবৃষ্টিতে ভয়াবহ হয়ে উঠেছে। মাঝরাস্তায় বেড়েছে গাড়ির লাইন। স্থানীয় মানুষের মুখে ধরা পড়েছে উদ্বেগ।
নদী এবং রাস্তা এক হয়ে গিয়েছে। বেড়েছে বিপদসীমা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে ১ লক্ষ ৫৮ হাজার কিউসেক জল ছাড়তে বাধ্য হয় রাজ্য প্রশাসন।
এই ভয়াবহ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রবিবার উত্তরবঙ্গ সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে দেখা হবে শুধু প্রাকৃতিক বিপর্যয় নাকি উন্নয়নের নাম করে যথেচ্ছা গাছ কাটাও পাহাড়ে বিপর্যয়কে ডেকে এনেছে? পর্যটক থেকে স্থানীয় মানুষের মুখেচোখে এখন শুধুই ধরা পড়ছে আতঙ্ক। কবে শান্ত হবে তিস্তা? সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
বিক্রম লাহা
দার্জিলিং