Daily

বি পি এন ডেস্ক: প্যান এবং আধার কার্ডের মধ্যে লিংক করিয়ে নেবার আজই শেষ দিন। আজ মাঝরাত পর্যন্তই প্যান এবং আধারকার্ড লিংক করানোর শেষ সময়সীমা রেখেছে কেন্দ্র। মধ্যরাত পেরিয়ে গেলে সেক্ষেত্রে জরিমানা দিতে হতে পারে সর্বাধিক ১০০০ টাকা। এছাড়াও আপনার প্যান কার্ডটি হয়ে যাবে নিষ্ক্রিয়। কেন্দ্রীয় সরকারের নতুন আইন অনুযায়ী ঐ সকল ব্যক্তিরাই জরিমানার আওতায় পরবেন যারা আগের বেশ কয়েকটি কেন্দ্রের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও প্যান এবং আধারের লিংক করান নি। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়লে সেক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই। কারণ ব্যাঙ্ক ট্রানজাকশন ৫০,০০০ টাকার বেশি অঙ্কের হলেই প্রয়োজন পড়ে প্যান কার্ডের। এছাড়াও নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে বা ইনকাম ট্যাক্স ফাইল জমা দিতে গেলে প্যান কার্ড বাধ্যতামূলক। সেক্ষেত্রে প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে জরিমানার অঙ্কটা পৌঁছতে পারে ১০,০০০ টাকায়। তাই, সতর্ক হন এখনই। প্যান এবং আধার কার্ডের লিংক করিয়ে ফেলুন আজ মধ্যরাতের মধ্যেই।।