Daily

অ্যাপলের ৫০ লাখ শেয়ার পেলেন টিম কুক। কর্মকর্তা হিসেবে সংস্থায় ১০ বছর পূর্ণ করায় তাকে এই পুরস্কার দিল অ্যাপেল। ২০১১ সালে স্টিভ জোভস সংস্থার কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর পরই দায়িত্ব হস্তান্তর হয় টিম কুকের হাতে। আর গত ১০ বছর ধরে তিনি আদর্শ প্রতিনিধিত্ব করেছেন বলেই মনে করছেন অনেকে। তাই এই পুরস্কারের সঠিক দাবিদার তিনি।
মার্কিন টেক জায়েন্ট সংস্থা অ্যাপলের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়ে যথাযথ কাজ করেছেন। বাজারে কোম্পানির শেয়ার বিক্রি করে তিনি পেয়েছেন ৭৫ কোটি ডলার। এসইসি-র রিপোর্ট বলছে, কুক এই পুরস্কারের পুরোপুরি যোগ্য। কারণ, কোম্পানির শেয়ার গত তিন বছরে ১৯১.৮৩% বৃদ্ধি পেয়েছে। আর দায়িত্ব পরিবর্তনে পর গত ১০ বছরে অ্যাপলের শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০০%।
সূত্রের খবর, এই সপ্তাহের শুরুর দিকে টিম কুক এক কোটি ডলারের অ্যাপল শেয়ার দান করেছেন। তবে কাকে দান করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পাশাপাশি মৃত্যুর আগে তাঁর পুরো সম্পদ বিলিয়ে দেবেন বলে জানিয়েছেন টিম কুক।
ব্যুরো রিপোর্ট