Daily

২০২০ সালে টিকটকের প্রধান নির্বাহী কেভিন মেয়ারের পদত্যাগের পর দায়িত্ব নেন ভ্যানেসা পাপ্পাস। প্রায় আট মাস পর স্থায়ীভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শাও জি চিউ কে নিয়োগ করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রয়টার্স জানিয়েছে, টিকটকে প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করলেও তিনি বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্বও পালন করবেন। শাও জি চিউ এর আগে টিকটকের নির্মাতা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে নিযুক্ত ছিলেন।
এক বিবৃতিতে বাইটড্যান্স জানিয়েছেন, তার নিয়োগে টিকটক আরও শক্তিশালী হবে। এই কোম্পানি ও শিল্পের বিষয়ে শাওয়ের গভীর জ্ঞান রয়েছে। প্রযুক্তিখাতে দশক ধরে কাজ করেছেন তিনি, এবং তিনি করপোরেট কর্পোরেট প্রশাসন এবং দীর্ঘমেয়াদী ব্যবসায়িক উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে কাজ করবেন।
প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তার ভূমিকায় থাকবেন টিকটকের অন্তর্বর্তীকালীন প্রধান ভ্যানেসা পাপ্পাস।
ব্যুরো রিপোর্ট