Prime
Daily
বানভাসি বসিরহাটের সংগ্রামপুর গ্রাম
By Business Prime News | May 26, 2021
Daily
একে ভরা কোটাল, তারপর গ্রহণ আর এরই মধ্যে ইয়াসের বিধ্বংসী রূপ। সব মিলিয়ে কার্যত লন্ডভন্ড উপকূল সংলগ্ন এলাকা। দিঘা যেমন দেখছে সমুদ্রের জলোচ্ছ্বাস, বসিরহাট তেমন দেখছে ইছামতির উত্তাল রূপ।
ইছামতি নদীর জলে বসিরহাট মহকুমার ১ নম্বর ব্লকের সংগ্রামপুর গ্রামের বানভাসি অবস্থা। মাছের বাজারে ঢুকে পড়েছে নদীর জল। গোটা গ্রাম প্লাবিত হবার আশঙ্কায় কার্যত এই পরিস্থিতির মধ্যেই বাইরে বেরিয়ে এসেছেন গ্রামবাসী। ব্যপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা