Trending
সিনেমার টিকিটের দাম মাত্র ৭৫ টাকা! শুধু সিঙ্গল স্ক্রিন নয়। পিভিআর, সিনেপোলিসের মত একাধিক মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার জন্য টিকিট খরচ পড়বে মাত্র ৭৫ টাকা। অবাক হচ্ছেন তো? আসলে স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশজুড়ে। উদ্যোগ নিয়েছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। আর এটাই নতুন করে আশার আলো দেখাচ্ছে হল মালিকদের। কে বলতে পারে, হয়ত এই উদ্যোগই দর্শকদের আবারও হলমুখী করতে পারে?
আসলে, আগামী ১৬ সেপ্টেম্বর দেশ জুড়ে পালিত হবে জাতীয় চলচ্চিত্র দিবস। এদিকে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি রমরমিয়ে উদযাপন করা হয়েছে গোটা দেশজুড়ে। আর যে কারণে, দর্শকদের উদ্দ্যশ্যে এই নতুন অভিনব উদ্যোগ গ্রহণ করতে চলেছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। জানা গিয়েছে, দেশ জুড়ে প্রায় চার হাজার সিনেমা হলে ৭৫ টাকায় দর্শক দেখতে পাবেন যেকোন সিনেমা। তবে হ্যাঁ। দেশের ঠিক কোন কোন সিনেমা হলে এমন জলের দরে সিনেমার টিকিট বিক্রি হবে, সেটা জানার জন্য দর্শকদের নজর রাখতে হবে অনলাইনে। কারণ যে-সকল সিনেমা হলগুলি ৭৫ টাকায় সিনেমার টিকিট বিক্রি করবে, তারা সেই খবর শেয়ার করে দেবে তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়ার পেজে। সেখান থেকেই সরাসরি জানতে পারবেন দর্শকরা। যদিও, অনলাইন অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে গেলে সেক্ষেত্রে হয়ত বাড়তি কিছু টাকাও দিতে হতে পারে।
প্রসঙ্গত, মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন হল মালিকরা। তার অন্যতম কারণ, ওটিটির জমানায় এখন দর্শকদের হলমুখী হবার প্রবণতা অনেকটাই কমে গিয়েছে। ব্যবসায় ঘাটতি দেখার কারণে হল মালিকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আর এই ট্রেন্ড শুরু হয়েছে করোনার পর থেকেই। অতিমারির ধাক্কা কাটিয়ে ওঠার পর ওটিটির বাজার কার্যত গিলে খেতে বসে হল মালিকদের ব্যবসা। একের পর এক সিনেমা বা সিরিজ ওটিটি প্ল্যাটফর্মে দর্শক আটকে রাখতে পেরেছে অনেকটাই বেশি। এই সময় দাঁড়িয়ে যখন হল মালিকদের ব্যবসা বেশ টলোমলো, ঠিক তখনই মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগ দর্শকদের হলমুখী করতে সাহায্য করবে বলেই মনে করছেন হল মালিকরা। পুরনো অভ্যাসে ফিরে আসলে, হল মালিকদের ব্যবসার গ্রাফ ফের বাড়বে। তাই হাসি চওড়া হয়েছে হল মালিকদের।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ