Daily
এ যেন এক মৃত্যুপুরী। করোনা থাবায় শেষ হয়ে যাচ্ছে এক একটা তরতাজা প্রাণ। রয়েছে অক্সিজেনের হাহাকার। এবার অক্সিজেনের অভাব মেটাতে এবং আক্রান্তের মৃত্যু ঠেকাতে পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ তিনটি হাসপাতালে বসতে চলেছে তিন তিনটে অক্সিজেন প্ল্যান্ট।
তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। জেলা প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই শুরু হতে চলেছে অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ। পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল, হাতয়ারা দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রঘুনাথপুর মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে গড়ে উঠতে চলেছে এই অক্সিজেন প্ল্যান্ট।
অক্সিজেনের অভাব মেটাতে নিঃস্বন্দেহে এ এক স্বস্তির খবর পুরুলিয়াবাসীর কাছে। রাজ্যসরকারের এমন উদ্যোগ প্রশংসার ঝড় উড়িয়েছে ডান-বাম সহ গোটা পুরুলিয়া বাসীর মধ্যেই।
জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া