Prime
Daily
তালিবান মুক্ত আফগানিস্তানের তিন জেলা
By sanchitabpn21 | August 21, 2021
Daily
তালিবান মুক্ত আফগানিস্তানের তিন জেলা। পঞ্জশির, পারওয়ানের পর এবার তালিবান মুক্ত হলো আফগানিস্তানের বাগলান প্রদেশ। তালিবান ফৌজের বিরুদ্ধে বিরোধী জোটের প্রত্যাঘাতেই পুনরুদ্ধার হলো এই তিন জেলা।
গত শুক্রবার আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্র অনুগামী বাহিনীর তালিবানের বিরুদ্ধে লাগাতার যুদ্ধের ফলে পুনরুদ্ধার হয় উত্তর-মধ্য আফগানিস্তানের ওই তিনটি জেলা। সংঘর্ষে নিহত হয়েছে ১৫ জন তালিবান। আহত হয়েছে আরও বেশ করেক তালিবান।
কাবুলের পতনের পরেও তালিবানের বিরুদ্ধে লড়াই জারি রাখার পূর্বাভাস দিয়েছিল সালেহ। খুব শীঘ্রই উত্তর আফগানিস্তানের আরও কিছু এলাকার দখল নেবে বলে জানিয়েছে বাগলান প্রদেশের তালিবান বিরোধী বাহিনীর কমান্ডার আব্দুল হামিদ।
ব্যুরো রিপোর্ট