Daily
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল আম উৎসব। তিনদিন ব্যাপী এই উৎসবে আমের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন জেলার আম চাষি এবং আম ব্যবসায়ীরা। গত ২৩ শে জুন থেকে শুরু হওয়া এই আম উৎসব চলবে ২৫ শে জুন পর্যন্ত। আম উৎসব হবে, এদিকে মালদা জেলা অংশ নেবে না তা কি করে হয়?
মালদা জেলা বরাবরই আমের জন্য সুবিখ্যাত। দেশের বাজারে তো বটেই। এমনকি বিদেশের বাজারেও মালদা জেলার আমের চাহিদা রয়েছে ভালোরকম। যার মধ্যে অন্যতম মালদার ল্যাংড়া, লক্ষণভোগ, ফজলির মতন একাধিক আম। যে কারণে কলকাতাবাসীর কাছে মালদার আম খাওয়াটা অন্তত এই উৎসবের দৌলতে আর তেমন কোন ব্যপারই নয়।
তিনদিনব্যাপী এই আম উৎসব মালদা জেলার আর্থিক উন্নতিতে বিশেষ ভূমিকা রাখবে। শুধু মালদা বলেই নয়। অন্যান্য জেলার আম চাষি সহ ব্যবসায়ীরা এই উৎসবের কারণে বিশেষ উপকৃত হবেন। এমনটাই মনে করেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা।
আমাদের রাজ্যের আমের কদর এখন আর শুধু রাজ্য বা ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাংলার আমের জনপ্রিয়তা ছড়িয়েছে বাহরাইন বা কাতারেও। তবে প্রাকৃতিক দুর্যোগের জেরে এই বছরে আমের ফলন অন্যান্য বছরের থেকে কম হওয়ায় কিছুটা চিন্তায় ছিলেন আম চাষি থেকে ব্যবসায়ীরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই আম উৎসব নিঃসন্দেহে আম চাষি সহ আম ব্যবসায়ীদের উপার্জনের রাস্তা কিছুটা হলেও মসৃণ করে দেবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধান সভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, মন্ত্রী ফিরাদ হাকিম,ইন্দ্রনীল সেন,খাদ্য পক্রিয়াকরন মন্ত্রী সুব্রত সাহা,শসি পাঁজা, সুজিত বোস, শোভনদেব চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষ। মেলা চলবে ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত আটটা পর্যন্ত।