Daily

বর্ষা এসেছে নিজের ছন্দে। কিন্তু সাধারণ মানুষের নিত্য ছন্দে ব্যঘাত তো ঘটেছেই। এবারে প্রথম দিন থেকেই বর্ষা ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে। জেলায় জেলায় অত্যধিক বর্ষণের জেরে আতঙ্ক ছড়িয়েছে মানুষের মনে। টানা তিনদিনের ভারি বৃষ্টিতে ভিজেছে বাঁকুড়া। অত্যধিক বর্ষণের কারণে বেড়েছে জলস্তর। ফলে ব্রিজের ওপর উঠে গেছে জল। দুর্ভোগের ছবি যেন ছড়িয়ে আছে সর্বত্র। এরই মধ্যে দুর্ঘটনার খবর পাওয়া গেল বাঁকুড়া জেলার মেজিয়ার কুস্তোড় অঞ্চলের সরাগডিহি গ্রাম থেকে।
এলাকার বাসিন্দা রংলাল মণ্ডল জানিয়েছেন, অত্যধিক বর্ষণের জেরে ভোর চারটে নাগাদ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে গোয়ালঘরটি। ভাঙাড় শব্দ শুনে ঘুম ভেঙে যায় পরিবারের। গোয়ালঘরের সামনে গিয়ে দেখেন সেটি ভারি বর্ষণের জেরে ভেঙে পড়েছে। গোয়াল ঘরের ভেতরে ছিল ৬টি গরু। তার মধ্যে তিনটি ঘটনাস্থলেই দেওয়াল চাপা পড়ে মারা গেছে। বাকি তিনটির অবস্থা বেশ আশঙ্কাজনক। পশুচিকিৎসকের আশঙ্কা এই তিনটি গরুকে হয়ত আর বাঁচান সম্ভব হবে না। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সরাগডিহি গ্রামের বাসিন্দারা, কুস্তোড় অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, মেজিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রবিলোচন গোপ। প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন রবিলোচন গোপ। গৃহপালিত পশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া।
আব্দুল হাই, বাঁকুড়া