Daily

বসিরহাট মহাকুমার হাড়োয়া থানা খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের খাসবালান্ডা আইটিআই কলেজ থেকে সোমবার ভোররাতে ৩, দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ,তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্দুক, গুলি, ভোজালি, আয়রন রড, গ্যাস কাটার মেশিন সহ বিভিন্ন যন্ত্রাংশ। ধৃত তিন দুষ্কৃতীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে,পুলিশ হেফাজতে নেওয়ার জন্য।
দীন মোহাম্মদ মোল্লা, আলমগীর মোল্লা, নুর ইসলাম মোল্লা এই তিনজনেরই হাড়োয়া থানা রাধানগর শংকরপুর খাসবালান্ডা এলাকায় এদের বাড়ি। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, রাহাজানি, ডাকাতির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। জেলার বিভিন্ন থানার পুলিশ এই তিন দুষ্কৃতীকে অনেক দিন ধরেই খুঁজছিল ।
পুলিশের প্রাথমিক অনুমান এই তিন দুষ্কৃতী ডাকাতি রাহাজানি ছিনতাই লুট করার জন্য ঐ এলাকায় জড়ো হয়েছিল। হাড়োয়া থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে , পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে হাতেনাতে পাকড়াও করে।
অঙ্কিত মুখার্জি, বারাসত