Daily

মারণ ভাইরাসের প্রকোপ তো কমছেই না, বরং বেড়েই চলেছে। এদিকে ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে আপৎকালীন অবস্থা। করোনার প্রভাব বৃদ্ধিতে জাপানের সাধারণ মানুষের মধ্যেই ক্রমেই উদ্বেগ আরও চেপে বসছে। কিন্তু অলিম্পিক কমিটি যথেষ্ট আত্মবিশ্বাসী।
টোকিও সহ জাপানের আটটি জায়গায় ৩১-মে শেষ হবার কথা ছিল এই আপৎকালীন অবস্থা। কিন্তু দেখা যায় প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অনেকেই। নতুন করে জাপানে আক্রান্তের সংখ্যা কমলেও গুরুতর অসুস্থ হচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে জাপানের অর্থমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা জানিয়েছেন, ওসাকা এবং টোকিওতে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এই পরিস্থিতিতে জাপানের সাধারণ মানুষেরাও রয়েছেন বেশ চিন্তায়। এর মধ্যে ভ্যাক্সিনেশনের প্রক্রিয়াও অনেকটা কমে আসায় সরকারকে পড়তে হয়েছে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অলিম্পিক কতটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন উঠছেই। জাপানের অধিকাংশ মানুষেরা এবছর অলিম্পিক বাতিলের পক্ষে। তাছাড়া এই সময়ে অলিম্পিকে যোগদান করতে আসা ক্রীড়াবিদরাও করোনায় আক্রান্ত হবার ঝুঁকিও থেকে যাচ্ছে। যদিও এইস কথায় আপাতত চিঁড়ে ভিজছে না অলিম্পিক কমিটির। অলিম্পিক্স হবার পক্ষেই কমিটি সায় দিয়েছে।
ব্যুরো রিপোর্ট