Daily

জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে বেশ বড়সড় লোকসানের মুখ দেখতে পারে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। উৎপাদন খরচের চেয়ে বিক্রির দাম কম হওয়ায় ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম দেখতে পারে বড়সড় লোকসানের মুখ।প্রায় ২১ হাজার ২৭০ কোটি টাকা পর্যন্ত ক্ষতি হতে পারে এই সংস্থাগুলি, এমনটাই জানাগেল ব্রোকারেজ সংস্থা আইসিআইসিআই সিকিউরিটিজের থেকে।
এই অনুমান সঠিক হলে এই নিয়ে পরপর দুটি ত্রৈমাসিকে লোকসানের সম্মুখীন হবে এই তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। এর আগে মোট ১৮,৪৮০.২৭ কোটি টাকা ক্ষতি হয়েছিল তাদের এপ্রিল – জুন ত্রৈমাসিকে। এর আগে শুল্ক কমানোর পরে গত বছর নভেম্বরে দেশে ১৩৭ দিন তেলের দাম স্থির ছিল । ২০১৭ সালের পর থেকে দাম টানাভাবে কখনো এক থাকেনি। কেন্দ্রের দাবি অনুযায়ী, সংস্থাগুলি ইচ্ছামতো দর স্থির করতে পারলেও কী কারণে এত দিন তা স্থির রয়েছে, সেই কারণ খোলসা করেনি তারা।
বিশ্ববাজারে অশোধিত তেলের দাম নিম্নমুখী হলেও, লাগামহীনভাবে টাকার মূল্য পড়ে যাওয়ায় সেই সুযোগ নিতে পারেনি এই তেল সংস্থাগুলি। অপরদিকে স্থির হয়ে রয়েছে গৃহস্থের রান্নার গ্যাসের দামও। ফলে এই তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা আগামী দিনে আরও লোকশানের মুখ দেখতে পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ