Daily

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া : পৌরসভা পরিচালিত নল বাহিত জল পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পুরুলিয়া শহরের কপূর বাগান এলাকার বাসিন্দারা । দীর্ঘ প্রায় মাস দুয়েকের বেশি সময় ধরে পুরুলিয়া পৌরসভা পরিচালিত পানীয় জল সরবরাহ একেবারেই বন্ধ আছে। ঘটনার জেরে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা । অভিযোগ পুরুলিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের অন্তর্গত কপূর বাগান এলাকা গত দুই মাস কার্যত নির্জলা । পৌরসভা পরিচালিত নল বাহিত পানীয় জলের নল থাকলেও সেখানে আর জল পড়ে না । এলাকায় নেই কোনো পানীয় জলের নলকূপও । এবিষয়ে স্থানীয় বাসিন্দারা বারে বারে পৌরসভা কতৃপক্ষের কাছে জল পরিষেবা স্বাভাবিক করার অনুরোধ করলেও কোনো কাজ হয়নি । এমনকি জলের দাবী জানিয়ে বাসিন্দারা রাজ্য সড়কও অবরোধ করেছিলেন , তবুও জল পরিষেবা স্বাবাবিক করতে ব্যর্থ পৌরসভা। ভবিষ্যতে সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানান এলাকাবাসী।