Daily

কার্তিক মাস শেষ। উৎসবের মরশুমও শেষ। তবুও, বাজারে গেলে ছ্যাঁকা দিচ্ছে অনাজের দাম। দাম কমা দূর, পারদ প্রায় রোজই চড়ছে আনাজের দামের। কাজে বাজারের ঝুলি অর্ধেক ভর্তি করেই ফিরতে হচ্ছে আমজনতাকে। চারিদিকে শীতের আমেজ অনুভূত হলেও দাম কমার কোনো পূর্বাভাস নেই দামের। কিন্তু কেন?
ব্যবসায়ীদের মতে জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতে খরচ বেড়েছে বিপুল পরিমাণে। আর সেই দম বন্ধ করা পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতেই দোসর হিসেবে জুটেছে অকাল বর্ষণ। নিম্নচাপের বৃষ্টিতে বিপুল ক্ষতি হয়েছে চাষবাসের। ধান, সবজি, কাঁচা অনাজে পচন ধরেছে। অন্যদিকে বাজারে গ্রীষ্মকালীন সবজির ভাঁড়ার এখনও ফুরোয়নি। তাই শীতের সবজি বাজারে ঢোকেনি এখনও। ফলে এর মধ্যেই আনজের দাম নাও কমতে পারে।
মূল্যবৃদ্ধির সূচক শুধু কাঁচা অনাজেই চড়েছে, এমন নয়। দাম চড়েছে মাছ, মাংস, ডিমেরও। যেখানে আয় কমায় কপালে ভাঁজ পরেছে আমজনতার, সেখানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যে দিয়ে কতদিন কাটাতে হবে সাধারণ জনগণকে? সব কাটিয়ে এখন ‘ আচ্ছে দিন ‘ আসার অপেক্ষায় আমজনতা।
ব্যুরো রিপোর্ট