Daily

চুরি হয়ে গেল সুন্দরবন বিধ্বস্ত গ্রামবাসীদের জন্য রাখা ত্রাণ সামগ্রী। এই ঘটনা জানাজানি হবার পরেই ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। রীতিমত টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখালেন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কাটাখালী এলাকার ঘটনা।
জানা গিয়েছে, রাতের অন্ধকারেই দুষ্কৃতীরা সুন্দরবনের দুর্গতদের জন্য মজুত করা চাল, ডাল, সরষের তেল সহ একাধিক ত্রাণ সামগ্রীর প্রায় অর্ধেকটাই চুরি করে নেয়। ঘটনাটি জানাজানি হয় পরদিন সকালে। ত্রাণের জিনিস এভাবে চুরি হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে ক্ষোভে পথ অবরোধ করেন গ্রামের মানুষেরা। তাঁদের অনেকেই হাসনাবাদ এবং লেবুখালী রোডে প্ল্যাকার্ড ঝুলিয়ে, টায়ার জ্বালিয়ে পথ আটকে দেন। সব মিলিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
গ্রামবাসীদের দাবি, ইয়াসে বিধ্বস্ত সুন্দরবনের মানুষগুলোর জন্যই সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখা ছিল। দুষ্কৃতীরা সেই সকল সামগ্রীই চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ বাহিনী। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পুলিশি আশ্বস্ত পেয়ে অবশেষে বিক্ষোভ ভাঙে।
অঙ্কিত মুখার্জী, উত্তর ২৪ পরগনা