Daily

ফের একবার কোভিডের কবলে ড্রাগনের দেশ। সম্প্রতি কোভিডের বারবারন্ত দেখা দেওয়ায় ফের একবার লকডাউন জারি করা হয়েছিল চিনে। এই আবহে এবার বন্ধ হল শেনজেনে বিশ্বের সর্ববৃহত্ ইলেকট্রনিক্স পাইকারি বাজার।
এই পরিস্থিতিতে চিনের শেনজ়েন শহরে স্থানীয় প্রশাসন কোভিড রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। কোভিডের জেরে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে বিশ্বের সর্ববৃহত্ ইলেকট্রনিক পাইকারি বাজার। বাজারে কর্মরত প্রতিটি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিদিন প্রতিটি কর্মীকে কোভিড পরীক্ষা করাতে বলা হয়েছে।
অ্যাপেল থেকে শুরু করে হুয়াওয়েই , এর জের পরবে প্রায় সকল ইলেক্ট্রনিক প্রতিষ্ঠানগুলিতেই। অন্যদিকে ক্রমশ অবনত হতে থাকা পরিস্থিতির দরুন লকডাউন ছাড়া অন্য বিকল্পও পাচ্ছে না সেই দেশের প্রশাসন। স্বাভাবিকভাবেই অস্থিতিশীল পরিস্থিতি যেন পিছু ছাড়তে চাইছে না চিনা সরকারের।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ