Daily

কলকাতা, সিটি অফ জয়। এখানে জীবন কখনো থেমে থাকে না। সারাক্ষণ কিছু না কিছু ঘটেই চলেছে কলকাতায়- সে উৎসবই হোক বা খেলা হোক বা মিছিল হোক অথবা মেলা বা এক্সপো।
সম্প্রতি এরকমই এক বিজনেস এক্সপো-র সাক্ষী থাকল কলকাতার- The West Bengal Garment Manufacturers and Dealers Association-র ৫৬ তম গারমেন্ট অ্যান্ড বায়ারস ও সেলারস মিট আন্ড B2B এক্সপো। জুলাই মাসের প্রথম তিন দিন, বিশ্ব বাংলা প্রাঙ্গনে বসেছিল এই প্রদর্শনী। দেশ বিদেশ থেকে ভিড় করেছিলেন প্রায় ২৫০০ ভিসিটর। সব মিলিয়ে যেন বস্ত্র ব্যবসায়ীদের চাঁদের হাট। সারা এক্সপো জুড়ে ছিল জাতীয় এবং আন্তর্জাতিক নানান ব্র্যান্ডের সম্ভার। কোনটা ছেড়ে কোনটা দেখবেন।
প্রদর্শনীর উদ্দেশ্য ছিল বাংলার রেডিমেড বস্ত্র শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরা এবং সেই সঙ্গে বাংলার তরুণ প্রজন্মকে টেনে আনা, যাতে তারা ব্যবসার প্রতি আরো আগ্রহী হয়। তাদের এই উদ্দেশ্য যে অনেকটাই সফল হয়েছে তার প্রমাণ পাওয়া গেল পরিসংখ্যানে। যে বাংলার ব্যবসা, অর্থনীতি বার বার প্রশ্নের মুখে দাঁড়িয়েছে সেই বাংলার বুকেই মাত্র তিন দিনে হোলসেল ডিলে প্রায় ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে এই প্রদর্শনী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBGMDA-র প্রেসিডেন্ট শ্রী হরি কিষান রাঠি সহ কমিটির আরও বহু গণ্যমান্য সদস্য। তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন যে এই ইন্ডাস্ট্রির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত আছেন প্রায় ৫৫ লক্ষ মানুষ। এদের জীবন চলে এই শিল্পের ওপর নির্ভর করেই। আসলে সারা বিশ্বে বাংলার রেডিমেড বস্ত্রশিল্পকে তুলে ধরতে এবং এর বাজারকে উন্নত করতেই তাদের এই উদ্যোগ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ