Daily

পরিবর্তিত হল জনপ্রিয় সংযোগমাধ্যম ফেসবুকের নাম। এবার থেকে ফেসবুকের নতুন নাম ‘মেটা’। আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশ থেকে গত বৃহস্পতিবার ফেসবুকের এই নতুন নামের ঘোষণা করেন সংস্থার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।
গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। তবে এবার বহু জল্পনা কল্পনা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন নামের ঘোষণা করলেন কর্ণধার জুকারবার্গ। এর পাশাপাশি পেশ করেন মেটাভার্স সংযুক্ত করার বিস্তারিত পরিকল্পনা। সমস্যাযুক্ত সামাজিক নেটওয়ার্কের বাইরে ভবিষ্যতের প্রতিনিধিত্ব করার জন্য মূল কোম্পানির নাম পরিবর্তন করে ‘মেটা’ করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণার সময়এমনই জানিয়েছেন ফেসবুক প্রধান।
গত সপ্তাহে ফেসবুক নাম পরিবর্তন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করলেও, নতুন নামটা কি হতে চলেছে সেটা কিন্তু স্পষ্ট করেনি তারা। এছাড়াও মাদার সংস্থা ফেসবুকের অধীনস্থ মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রামের নাম পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি।
ব্যুরো রিপোর্ট