Daily

মূল্যবৃদ্ধির চড়া প্রভাবের কারণে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। সব ক্ষেত্রেই বেড়ে চলেছে সুদের হার। আর বিশ্ব অর্থনীতির এইভাবে ভেঙে পড়ার মূল কারণ বলে মনে করা হচ্ছে রাশিয়া – ইউক্রেনের যুদ্ধকে। এই অবস্থা অনবরত আরও কিছুদিন চললে, উন্নয়নশীল দেশগুলির ঋণের ফাঁদে জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল হয়ে যাওয়ার সতর্কবার্তা প্রদান করেছে রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন প্রকল্পের এক রিপোর্ট। তাই এবার সেই সকল উন্নয়নশীল দেশগুলোকে সাহায্যের হাত বাড়ানোর জন্য বিভিন্ন ধনী দেশসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে আহ্বান জানালো রাষ্ট্রপুঞ্জ।
শুধু রাষ্ট্রপুঞ্জই নয় একইসঙ্গে আইএমএফও আশঙ্কা করছে , পণ্যের দাম এভাবে ক্রমাগত বাড়তে থাকলে সারা বিশ্বজুড়ে তৈরি হবে সামাজিক বিশৃঙ্খলা। এবং আগামী বছরের মধ্যে দেখা দিতে পারে খাদ্য সংকটও। আইএমএফ এর উন্নয়ন প্রকল্পের অধিকর্তা আচিম স্টেনার মনে করেছেন, সুদ বৃদ্ধির কারণে বেশ বড়সড় ধাক্কা পেতে পারে উন্নয়নশীল দেশের দরিদ্র শ্রেণীর মানুষেরা। স্তব্ধ হয়ে যেতে পারে অনেক বড় বড় প্রকল্প। মোট ৫৪ টি দেশে এই সমীক্ষা চালানো হয়েছে এবং তার অর্ধেকই আফ্রিকায় অবস্থিত।
বেসরকারি ঋণদাতাদের ধার এখনো পুনর্গঠন হয়নি উন্নয়নশীল দেশগুলিতে। সেই সকল ঋণদাতারা এখন চায় পুনরায় তাদের টাকা খুব শীঘ্রই ফেরত পেতে এবং যত দ্রুত সম্ভব লোকসান মিটিয়ে নিতে। তাদেরকে এ বিষয়ে আর্থিক নিশ্চয়তা দিতে পারে একমাত্র উন্নয়নশীল দেশগুলোই। এমনটাই মনে করেছেন প্রকল্পের সিনিয়র ইকনমিস্ট জর্জ মোলিনার ।
বিজনেস প্রাইম নিউস
জীবন হোক অর্থবহ