Jobs

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সংক্ষেপে ইউপিএসসি। যে কমিশনের অধীনে চাকরি পেতে রীতিমত কালঘাম ছুটে যায়। তবে চাকরিটি পেলে কিন্তু দিনের শেষে হাতে লটারি পাওয়ার মতো আনন্দ হয়। আর এবার সেই ইউপিএসসি থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেনা, নৌ-সেনা ও ভারতীয় বায়ু সেনায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন।
ইউপিএসসি- র ২০২২ এর এই পরীক্ষায় আবেদন করা যাবে অনলাইনেই। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য অনলাইনে আগামী ১১ জানুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। https://www.upsconline.nic.in এই লিংক থেকে আবেদন করতে হবে প্রার্থীদের। পরীক্ষার দিন, সময় ও স্থান সম্পর্কে জানতে চাকরিপ্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। এক্ষেত্রে, কেবল অবিবিহিত পুরষ ও মহিলারাই আবেদন করতে পারবেন।
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে ১২ ক্লাস পাশ হওয়া বাধ্যতমূলক। এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থী যদি ২০০৩ সালের ২ জুলাইয়ের আগে জন্মগ্রহণ করে থাকেন তবে তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। দেশের বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিতে যেতে হবে প্রার্থীদের।
ব্যুরো রিপোর্ট